শুক্রবার (১১ অক্টোবর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। রুপ লাল উপজেলার বড় মোল্লা পাড়ার অনিলের ছেলে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গ্রামের পাশেই একটি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
ওসি আরও জানান, রুপ লালের শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
আরএ