এদিকে এ ঘটনায় মামলা করতে চাওয়ায় ওই শিশুটির পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে ধর্ষকের পরিবারের লোকজনের বিরুদ্ধে।
শুক্রবার (১১ অক্টোবর) দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।
করা হয়েছে।
ভিকটিমের বরাত দিয়ে তার বাবা সেলিম জানান, বৃহস্পতিবার
দুপুর ১টার দিকে মাদ্রাসার অপর ছাত্রীদের সঙ্গে বাড়ি ফিরছিল তার মেয়ে (১১)। খাসেরহাট বাজার অতিক্রম করার পর তার বান্ধবীরা নিজেদের বাড়ি চলে যায়। পরে সে একা একা বাড়ির দিকে আসছিল।
পথে স্থানীয় আব্দুল আজিজের ছেলে বখাটে সুমন তার গতিরোধ করে মুখ চেপে ধরে পার্শ্ববর্তী একটি কলা বাগানে নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে অসুস্থ অবস্থায় সে বাড়িতে এসে ঘটনা খুলে বলে।
তিনি অভিযোগ করে আরও জানান, সুমনের বড় ভাই হালিম পাটোয়ারী ও ইউছুফ এ ঘটনায় কোনো মামলা করলে তাদের ভালো হবে না বলে হুমকি দিচ্ছে। বর্তমানে তিনি পরিবার ও অসুস্থ মেয়ে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
আরএ