ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

রেলসেবা বিশ্বমানে উন্নীত করতে কাজ করছে সরকার: রেলমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
রেলসেবা বিশ্বমানে উন্নীত করতে কাজ করছে সরকার: রেলমন্ত্রী রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

গাজীপুর: রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, বাংলাদেশের রেলসেবাকে বিশ্বমানে উন্নীত করতে কাজ করছে সরকার। এ ব্যাপারে সবার সহযোগিতা প্রয়োজন।

শুক্রবার (১১ অ‌ক্টোবর) সকালে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে পরিছন্নতা কার্যক্রম উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, মানুষ সচেতন হচ্ছে, মানুষের রুচির পরিবর্তন হচ্ছে।

অনেকেই বাংলাদেশের রেলওয়ে সেবার সঙ্গে পৃথিবীর অন্য দেশের রেলের তুলনা করছে। তুলনা করলে তো সেটা দিতে পার‌বো না। তবে আমরা উদ্যোগ গ্রহণ করেছি।

মন্ত্রী বলেন, বাংলাদেশে ৪৬৫টির মতো রেলস্টেশন রয়েছে। এ বিপুল সংখ্যক রেলস্টেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম সরকারের একার পক্ষে করা সম্ভব নয়, এজন্য সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। বিডি ক্লিন এ পরিচ্ছন্নতা কাজের উদ্যোগ গ্রহণ করেছে। এজন্য তাদের ধন্যবাদ জানাই।  

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলও‌য়ের মহাপরিচালক শামসুজ্জামান, আঞ্চলিক ব্যবস্থাপক নাসির উদ্দিন, গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম, রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
আরএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।