শুক্রবার (১১ অক্টোবর) সকালে উপজেলার জাফলং ইউনিয়নের রাধানগরের দুবাগ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আদনান হোসেন রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফেজ হোসেন ও জাফলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আফরোজা বেগম দম্পতির ছেলে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পরিবারের সবার অগোচরে শিশুটি পানিতে পড়ে মারা যায়। শিশুটির মরদেহ দাফনের জন্য নিয়ে গেছেন স্বজনরা।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
এনইউ/এসএ