ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

মির্জাপুরে অতিরিক্ত মদপানে ১ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
মির্জাপুরে অতিরিক্ত মদপানে ১ জনের মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় অতিরিক্ত মদপান করে চিকিৎসাধীন অবস্থায় শ্যামপদ পাল (৩৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১১ অক্টোবর) সকালে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে তার মৃত্যু হয়। শ্যামপদ পাল মির্জাপুর পৌর এলাকার পোস্টকামুরী পালপাড়া গ্রামের গোপাল পালের ছেলে।

 

স্থানীয়রা জানান, বুধবার (৯ অক্টোবর) বিজয়া দশমীর দিন রাতে পোস্টকামুরী পালপাড়ার শ্যামপদ পালসহ কয়েকজন মিলে মদপান করেন। সেসময় অতিরিক্ত মদপান করায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।  

বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন ওই হাসপাতালের চিকিৎসক ডা. দীপঙ্কর।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।