শুক্রবার (১১ অক্টোবর) সকালে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে তার মৃত্যু হয়। শ্যামপদ পাল মির্জাপুর পৌর এলাকার পোস্টকামুরী পালপাড়া গ্রামের গোপাল পালের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার (৯ অক্টোবর) বিজয়া দশমীর দিন রাতে পোস্টকামুরী পালপাড়ার শ্যামপদ পালসহ কয়েকজন মিলে মদপান করেন। সেসময় অতিরিক্ত মদপান করায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন ওই হাসপাতালের চিকিৎসক ডা. দীপঙ্কর।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
এসআরএস