ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

মাগুরায় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
মাগুরায় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মাগুরা: মাগুরা-ঝিনাইদহ সড়কের হাওড়খালী এলাকায় বাসচাপায় আরজিনা বেগম (৪৫) ও পিকুল মোল্লা (৪০) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আরজিনা বেগম এফবিসিসিআই সদস্য ও বাংলাদেশ আয়ুর্বেদিক ম্যানুঃ অ্যাসোসিয়েশন এবং দেশীয় চিকিৎসক সমিতির সভাপতি ডা. মিজানুর রহমানের স্ত্রী।

অপরজন পিকুল মোল্লা ডা. মিজানের ভগ্নিপতি। তাদের বাড়ি সদর উপজেলার ধলফা বগুড়া গ্রামে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, মাগুরা শহরের কলেজপাড়ার বাসা থেকে আরজিনা বেগম ভগ্নিপতি (ননদ এর স্বামী) পিকুল মোল্লার সঙ্গে মোটরসাইকেলে করে সদর উপজেলার ধলফা বগুড়া যাচ্ছিলেন। তারা মাগুরা-ঝিনাইদহ সড়কের মাগুরা শহরতলীর হাওড়খালী এলাকায় পৌঁছালে ঢাকাগামী বিপরীতমুখী একটি বাস তাদের মোটরসাইকেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরজিনা বেগম ও পিকুল মোল্ল্যা মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।