ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে অবৈধ কারেন্ট জাল উদ্ধার, ২ জনের দণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
ঝালকাঠিতে অবৈধ কারেন্ট জাল উদ্ধার, ২ জনের দণ্ড

ঝালকাঠি: ঝালকাঠি শহরের লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে আট হাজার মিটার কারেন্ট জালসহ আটক দুই ব্যক্তিকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১১ অক্টোবর) জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি মো. বশির গাজী জানান, গোয়েন্দা পুলিশের অভিযানে আটক দুই ব্যক্তিকে অবৈধ কারেন্ট জাল রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার দিনগত রাতে ডিবির অফিসার ইনচার্জ ইকবাল বাহার খানের নেতৃত্বে অভিযান চালিয়ে নিষিদ্ধ আট হাজার মিটার কারেন্ট জালসহ মৌসুমি জেলে কাঞ্চন মোল্লাহ ও তার জামাতা সুমন হাওলাদারকে আটক করা হয়।

অবৈধ কারেন্ট জাল রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্টেট মো. বশির গাজী তাদের এক বছর করে সশ্রম কারাদণ্ড দেন। এছাড়া জব্দ করা জালগুলো লঞ্চঘাট এলাকায় প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
এমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।