শনিবার (১২ অক্টোবর) বিকেলে যশোর এয়ারপোর্ট থেকে প্লেনে ঢাকায় নেওয়া হবে বলে পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে। বর্তমানে তিনি যশোর সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।
>>>আরও পড়ুন...আইসিইউতে মাশরাফির বাবা
মাশরাফির অনুরোধে তার বাবাকে (গোলাম মর্তুজা স্বপন) সার্বক্ষণিক তদরকি করছেন নড়াইল সদর হাসপাতালের ডা. আলিমুজ্জামান সেতু। তিনি বাংলানিউজকে বলেন, বর্তমানে অবস্থা আগের থেকে ভাল। কিছু পরীক্ষা-নীরিক্ষা এবং উন্নত চিকিৎসার জন্য গোলাম মর্তুজা স্বপনকে ঢাকায় নেওয়া হবে। ইতোমধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আজই তাকে ঢাকায় নেওয়া হবে।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় হঠাৎ করে অসুস্থ হওয়ার পরে নড়াইল সদর হাসপাতালের কয়েকজন চিকিৎসক নিজ বাড়িতে (মাশরাফির বাড়ি) চিকিৎসা দেন গোলাম মর্তুজা স্বপনকে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর সিএমএইচে পাঠানো হয়। ওইদিন রাত ১১টার দিকে তাকে যশোর সিএমএইচ-এ ভর্তি করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
এনটি