ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

শ্রমিক লীগের প্র‌তিষ্ঠাবা‌র্ষিকীতে ব‌রিশা‌লে র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
শ্রমিক লীগের প্র‌তিষ্ঠাবা‌র্ষিকীতে ব‌রিশা‌লে র‌্যালি

ব‌রিশাল: বরিশালে র‌্যালি ও সমাবেশের মধ্য দিয়ে জাতীয় শ্রমিক লীগের সুবর্ণ জয়ন্তী (৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী) উদযাপন করেছেন সংগঠনের নেতা-কর্মীরা।

শনিবার (১২ অ‌ক্টোবর) সকাল সাড়ে ৮টায় নগরের সো‌হেল চত্বরে দলীয় কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান ও শহীদ আব্দুর রব সের‌নিয়াবাতের প্র‌তিকৃ‌তি‌তে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর শ্রমিক লী‌গের নেতারা।

সমাবেশের শুরুতে পায়রা ও বেলুন উ‌ড়ি‌য়ে কর্মসূ‌চির উ‌দ্বোধন ক‌রেন সি‌টি মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ।

প‌রে দলীয় কার্যাল‌য়ের সাম‌নে শ্র‌মিক সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়।

মহানগর শ্রমিক লী‌গের সাধারণ সম্পাদক প‌রিমল চন্দ্র দাসের সভাপতিত্বে এসময় সমাবেশে বক্তব্য রা‌খেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস, মহানগর আওয়ামী লী‌গের সভাপ‌তি অ্যাড‌ভো‌কেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল ও সাধারণ সম্পাদক অ্যাড‌ভো‌কেট এ কে এম জাহাঙ্গীর।

সমা‌বেশ শে‌ষে দলীয় কার্যালয়ের সামনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করেন নেতারা। র‌্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের দলীয় কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

বাংলা‌দেশ সময়: ১৬১১ ঘণ্টা, অ‌ক্টোবর ১২, ২০১৯
এমএস/কেএসডি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।