শনিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় নগরের সোহেল চত্বরে দলীয় কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর শ্রমিক লীগের নেতারা।
সমাবেশের শুরুতে পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাসের সভাপতিত্বে এসময় সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর।
সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে একটি বর্ণাঢ্য র্যালি বের করেন নেতারা। র্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের দলীয় কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
এমএস/কেএসডি/এসএ