শনিবার (১২ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
মাহিনের বড় বোন শান্তা আক্তার জানান, তারা দারুস সালাম হরিরামপুর বাজার এলাকায় নিজের বাড়িতে থাকেন।
তিনি জানান, সকালে বাড়ির দোতলার ছাদে ঘুড়ি ওড়াতে যায় মাহিন। সেখান থেকে পড়ে সে গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাহিনকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতলের পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য ওই স্কুলছাত্রের মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
এজেডএস/আরআইএস/