ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ফাহাদ হত্যার বিচারের দাবিতে কুড়িগ্রামে সিপিবির বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
ফাহাদ হত্যার বিচারের দাবিতে কুড়িগ্রামে সিপিবির বিক্ষোভ বিক্ষোভ মিছিল, ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যার বিচার, বিভিন্ন সেক্টরে অনিয়ম-দুর্নীতিসহ কয়েক দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কুড়িগ্রাম জেলা কমিটি।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে জেলা কলেজ মোড়ে দোয়েল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

এর আগে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে দোয়েল চত্বরের সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির কুড়িগ্রাম জেলা কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক কমরেড আখতারুল ইসলাম রাজু, সাবেক সম্পাদক কমরেড নুর মোহাম্মদ আনছার, জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য সুব্রতা রায়, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য দেলওয়ার হোসেন, পারুল হক, উলিপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার রায়, শামসুল হক প্রমুখ।

সমাবেশে বক্তারা ভারতের সঙ্গে পানি ও গ্যাসসহ নানা বিষয়ে সরকারের সম্পাদিত অসম চুক্তি বাতিল, বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচার দ্রুত বাস্তবায়ন করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, ক্যাসিনো বাণিজ্যের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে তাদের আইনের আওতায় এনে বিচার করা, বিভিন্ন সেক্টরে অনিয়ম-দুর্নীতি বন্ধ ও বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনার জোর দাবি জানায়।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।