ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে ১৪ ছিনতাইকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
সিদ্ধিরগঞ্জে ১৪ ছিনতাইকারী আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ছিনতাই চক্রের ১৪ সদস্যকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১১ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল ও বিহারি ক্যাম্প এলাকার অভিযান চালিয়ে ছিনতাই চক্রের মূলহোতাসহ ১৪ জনকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩৫০টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও নয়শটি সাধারণ মোবাইল ফোন এবং ছিনতাই করা নগদ ২২ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।

আটক ওই ১৪ জন হলেন- সাজ্জাদ হোসেন (২৪), শাহজালাল হাওলাদার (৩২), হৃদয় (২১), আব্দুস ছাত্তার (৪৫), মিলন হোসেন (৩৫), আবুল হোসেন (২৫), মোস্তফা (৩১), আলী অজগর (২১), রমজান সরদার (৩১), নাসির উদ্দিন (৪৩), দেলোয়ার হোসেন (৩৫), মাহিম মিয়া (২৮), হায়দার আলী (৪৫) ও শাহজাহান (১৮)।

র‌্যাব জানায়, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ চক্র। এই ছিনতাই চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবৎ সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড, চিটাগাং রোড ও এর আশপাশের এলাকায় কখনও গার্মেন্টসকর্মী, আবার কখনও সাধারণ যাত্রীর ছদ্মবেশে কৌশলে সাধারণ গার্মেন্টসকর্মী ও সাধারণ লোকজনের মানিব্যাগ, মোবাইল, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই করে আসছিল।  

ছিনতাই করা এসব মালামাল তারা সাজ্জাদ হোসেনের কাছে নিয়ে আসে। সাজ্জাদ এই মালামাল হিরাঝিল এলাকার বিভিন্ন দোকানে গোপনে মজুদ রাখে এবং বিভিন্ন ক্রেতাদের কাছে বিক্রি করে। সাজ্জাদ এই চক্রের মূলহোতা। তার নির্দেশেই চক্রটি তাদের ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছিল।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।