শনিবার (১২ অক্টোবর) দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শহীদুল হক বলেন, সম্প্রতি বুয়েট ছাত্র আবরার ফাহাদকে তার সহপাঠীরা পিটিয়ে হত্যা করেছে।
কলেজের অধ্যক্ষ ফরিদ আল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভোজেশ্বর ইউপি চেয়ারম্যান মো. নুরুল হক বেপারী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক রুদ্রবার্তার সম্পাদক শহীদুল ইসলাম পাইলট প্রমুখ।
অনুষ্ঠানে পাবলিক পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের ৩৮০ জন শিক্ষার্থীর হাতে উপবৃত্তির টাকা তুলে দেন শহীদুল হক। পরে ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছাত্র-শিক্ষক অভিভাবক ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
এনটি