আটক মাদককারবারি মোহাম্মাদ মিঠু বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের মহিষবাথান গ্রামের বাসিন্দা।
শনিবার (১২ অক্টোবর) বগুড়া সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক মাদককারবারি ওই যুবকের বাড়ির পাশের আবাদি জমি থেকে গাঁজার গাছসহ তাকে আটক করে।
অভিযানে নেতৃত্ব দেওয়া বগুড়া সদর থানা পরিদর্শক (এসআই) সোহেল রানা বাংলানিউজকে জানান, আটক ওই যুবক দীর্ঘদিন ধরে বাড়ির উঠানে গাঁজার গাছ লাগিয়ে মাদক ব্যবসা করছিল। গাঁজার গাছটির ওজন প্রায় আড়াই কেজি যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান বাংলানিউজকে জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করার পর তাকে আদালত পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
কেইউএ/এইচএডি