শনিবার (১২ অক্টোবর) বিকেল ৪টার দিকে পার্বতীপুর পৌর এলাকায় সাগর সিনেমা হলের পাশে সরকারপাড়া এলাকায় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিশাদ সরকার পাড়া গ্রামের রানা হোসেনের ছেলে।
জানা যায়, নিশাদ বাড়ির পেছনে খেলা করছিল। এক সময় সে সবার অজান্তে পাশের একটি ডোবায় পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর ডোবা থেকে নিশাদকে উদ্ধার করে। দ্রুত তাকে ল্যাম্প হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
এনটি