শনিবার (১২ অক্টোবর) দুপুরে এ ঘটনায় সাংসদের ব্যক্তিগত সহকারী কোরবান আলী মিলন শেরপুর থানায় সাংসদের পক্ষে সাধারণ ডাইরি (জিডি) করেছেন।
জানা যায়, শুক্রবার (১১ অক্টোবর) মধ্য রাত থেকে আইডিটি হ্যাকাররা নিয়ন্ত্রণে নিয়েছে।
এমপি হাবিবর রহমানের ব্যক্তিগত সহকারী কোরবান আলী মিলন বাংলানিউজকে জানান, ‘হাবিবর রহমান এমপি’ নামের ফেসবুক আইডি বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ব্যবহার করতেন। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম, সাংসদের ব্যক্তিগত, সরকারি, রাজনৈতিক, সামাজিক কার্যক্রমের তথ্য, ছবি ও ভিডিওচিত্র ওই আইডি থেকে শেয়ার করতেন। অসৎ উদ্দেশ্যে, সুনাম-খ্যাতি বা অন্য যে কোনো ধরনের ক্ষতি করার জন্য ফেসবুক আইডিটি হ্যাক করা হয়েছে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বাংলানিউজকে জানান, সংসদ সদস্যের ফেসবুক আইডি হ্যাক বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এ বিষয়টি তদন্ত করা হবে।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
কেইউএ/এইচএডি