শনিবার (১২ অক্টোবর) টোকিওতে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জাপানে শক্তিশালী টাইফুন ‘হাগিবিস’ আঘাত হেনেছে।
একই সঙ্গে বিভিন্ন এলাকায় অবস্থিত বাংলাদেশি কমিউনিটি প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে যাচ্ছে দূতাবাস। এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি।
এমন পরিস্থিতিতে দূতাবাস সবাইকে জাপান মেট্রোলজিক্যাল অ্যাজেন্সি এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনাসমূহ যথাযথভাবে পালন করার অনুরোধ জানাচ্ছে।
এছাড়া যেকোনো জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগের জন্য ইমারজেন্সি নম্বরসমূহ জাপান প্রবাসীদের জন্য খোলা রয়েছে। হেল্প লাইন নম্বর- ০৮০-৪৪৫৬-১৯৭১, ০৭০-৩২৪৪০০, ০৮০-৪০৬৫৬৬০১।
বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
টিআর/এমএ