শনিবার (১২ অক্টোবর) বিকেল ৫টায় তিনি হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব পিলার সংলগ্ন চেকপোস্ট গেট পরিদর্শন করেন।
এসময় বিজিবির পক্ষে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ মোহাম্মদ আনিছুল হক তাকে ফুল ও মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানান।
পরে সীমান্তের শুন্যরেখার পাশে অবস্থিত বিএসএফ পোস্টে দুই বাহিনী বৈঠকে মিলিত হয়। এসময় ভারতের আইজির সঙ্গে আরও উপস্থিত ছিলেন- ভারতের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি টিপিএস শিং, জি ব্যানেট ও ওসিন কুমার শিংহ, পতিরাম-১৯৯ ব্যাটালিয়নের অধিনায়ক বিএস নেগি। বৈঠকে সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। বৈঠক শেষে তিনি সীমান্তের বিভিন্ন অংশ পরিদর্শন শেষে ফিরে যান।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ মোহাম্মদ আনিছুল হক জানান, জিকে শিং সম্প্রতি ভারতের শিলিগুড়ি নর্থবেঙ্গল ফ্রন্ট্রিয়ারের আইজির পদে যোগদান করেছেন। এ কারণে তিনি তার দায়িত্বে থাকা সীমান্তের বিভিন্ন অংশ হিসেবে হিলি সীমান্ত পরিদর্শনে আসেন এবং বিজিবির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেসময় সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
আরএ