শনিবার (১২ অক্টোবর) বিকেলে পরিবার মৃত্যুর সংবাদ পেলেও শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে মালয়েশিয়ার শ্যারামভাগ শহরে তার মৃত্যু হয়। সিরাজ আড়াইহাজারের উপজেলার খাগকান্দা ইউনিয়নের মানিকপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।
নিহত সিরাজের স্বজন আতাউর রহমান জানান, পরিবারের হাল ধরতে ও ভাগ্য উন্নয়নের জন্য সিরাজ দেড় বছর আগে মালয়েশিয়া পাড়ি জমান। মাস কয়েক আগে তার লিভারের সমস্যা দেখা দেয়। লিভারের সমস্য জনিত কারণে শুক্রবার তার মৃত্যু হয়।
অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠন অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) ফিল্ড অফিসার মো. আমিনুল হক বাংলানিউজকে জানান, আমরা তার মরদেহ আনার জন্য কাজ করে যাচ্ছি। পরিবার যাতে সব প্রকার ক্ষতিপূরণ পায় সেই ব্যবস্থাও নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
আরআইএস/