রোববার (১৩ অক্টোবর) বিকেলে ইসলামপুর কলেজ মাঠে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ক্যাসিনো মার্কা যুবলীগ আমাদের প্রয়োজন নেই।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন- তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম, ইসলামপুর আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মাদ বাকি বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম জামাল আব্দুন নাসের বাবুল প্রমুখ।
এর আগে, মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ১ কোটি ৯৯ লাখ ২৮ হাজার টাকা ব্যয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন করেন।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
এনটি