রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় হাতিয়া পৌরসভার চরকৈলাস গ্রামে নিজ পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বিকেলের কোনো একসময় এ মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতরা হলো- ওই গ্রামের বাবুল উদ্দিনের ছেলে ফাহিম (৪) ও রাফুল উদ্দিনের ছেলে আরমান (৩)। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই।
স্থানীয়রা জানান, বিকেলে খেলা করার কোনো একসময় সবার অগোচরে বাড়ির সামনের পুকুরের পানিতে পড়ে ডুবে যায় ফাহিম ও আরমান। পরে দীর্ঘ সময় ধরে বাড়ি না ফেরায় স্বজনরা তাদের খোঁজ শুরু করেন। একপর্যায়ে সন্ধ্যায় ওই পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়।
হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বাংলানিউজকে জানান, খবর পেয়ে নিহত শিশুদের বাড়ি পরিদর্শন করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
এসআরএস