রোববার (১৩ অক্টোবর) বিকেলে জেলা সদরের রতনপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
তুহা রতনপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের স্বপনের মেয়ে ও স্থানীয় একটি বিদ্যালয়ের ছাত্রী ছিল।
ভোলা সদর মডের থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারেফ হোসেন বাংলানিউজকে জানান, বিকেলে রতনপুর সড়ক পার হচ্ছিল তুহা। এসময় একটি ইজিবাইকে তাকে ধাক্কা দেয়। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘাতক চালককে আটকের চেস্টা চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
এসআরএস