রোববার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে। চিলমারী উপজেলার সবুজপাড়া গ্রামের নুরুল আমিনের মেয়ে লিমা।
পারিবারিক সূত্রে জানা যায়, লেখাপড়ার জন্য চাপ দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে সে। পরে বাড়ির লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
এফইএস/এফএম/এএটি