মুন্সিগঞ্জ: ভেজাল কেক তৈরির দায়ে মুন্সিগঞ্জ সদরের সিপাহীপাড়া এলাকার একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (১৩ অক্টোবর) বিকেলে অভিযান পরিচালনা করেন অধিদপ্তর মুন্সিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল-আজাদ।
বাংলানিউজকে তিনি জানান, একটি ভাড়া বাসার দু’টি কক্ষে ‘ইউসুফ কেক হাউজ’ নামে ভেজাল কেক তৈরি করছিল।
কেক তৈরিতে ব্যবহার করা হতো কাপড় ও কাগজের রং। খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণের দায়ে প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জব্দ করা ভেজাল রং ও ফ্লেভার ধ্বংস করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
এসআরএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।