রোববার (১৩ অক্টোবর) স্পিকারের সঙ্গে ‘ফোরাম অন উইমেন পার্লামেন্টারিয়ানস’ এ সভায় বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হাবিবে মিল্লাত, সুবর্ণা মুস্তাফা এবং শবনম জাহান অংশ নেন।
রোববার জাতীয় সংসদের গণসংযোগ শাখা থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফোরাম অব উইমেন পার্লামেন্টারিয়ানস’র সভাপতি সার্বিয়ার ডেপুটি স্পিকার গরদানা টমিচ’র সভাপতিত্ব আইপিইউ প্রেসিডেন্ট গ্যাব্রিয়েলা চুয়েভাস ব্যারন, সেক্রেটারি মার্টিন চুংগং ও সার্বিয়া পার্লামেন্টের স্পিকার ও ১৪১তম আইপিইউ সম্মেলনের প্রেসিডেন্ট মিজ মাজা গজকোভিচ সভায় বক্তব্য রাখেন।
সভায় ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস কমিটির রেপোর্টিয়ার হিসেবে ‘এচিভিং ইউনিভার্সেল হেলথ কাভারেজ বাই ২০৩০: দ্য রোল অব পার্লামেন্টস ইন এনসিওরিং দ্য রাইট অব হেলথ’ সংক্রান্ত পেপারটি উপস্থাপন করেন সংসদ সদস্য হাবিবে মিল্লাত।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
এসকে/এএটি