ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

আইপিইউ’র উইমেন ফোরামের সভায় স্পিকারের অংশগ্রহণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
আইপিইউ’র উইমেন ফোরামের সভায় স্পিকারের অংশগ্রহণ সভায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ অন্যরা।

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বেলগ্রেডের সাভা সেন্টারে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৪১তম অ্যাসেম্বলিতে ‘ফোরাম অন উইমেন পার্লামেন্টারিয়ানস’ সভায় অংশ নিয়েছেন।

রোববার (১৩ অক্টোবর) স্পিকারের সঙ্গে ‘ফোরাম অন উইমেন পার্লামেন্টারিয়ানস’ এ সভায় বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হাবিবে মিল্লাত, সুবর্ণা মুস্তাফা এবং শবনম জাহান অংশ নেন।

রোববার জাতীয় সংসদের গণসংযোগ শাখা থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফোরাম অব উইমেন পার্লামেন্টারিয়ানস’র সভাপতি সার্বিয়ার ডেপুটি স্পিকার গরদানা টমিচ’র সভাপতিত্ব আইপিইউ প্রেসিডেন্ট গ্যাব্রিয়েলা চুয়েভাস ব্যারন, সেক্রেটারি মার্টিন চুংগং ও সার্বিয়া পার্লামেন্টের স্পিকার ও ১৪১তম আইপিইউ সম্মেলনের প্রেসিডেন্ট মিজ মাজা গজকোভিচ সভায় বক্তব্য রাখেন।

সভায় ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস কমিটির রেপোর্টিয়ার হিসেবে ‘এচিভিং ইউনিভার্সেল হেলথ কাভারেজ বাই ২০৩০: দ্য রোল অব পার্লামেন্টস ইন এনসিওরিং দ্য রাইট অব হেলথ’ সংক্রান্ত পেপারটি উপস্থাপন করেন সংসদ সদস্য হাবিবে মিল্লাত।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
এসকে/এএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।