রোববার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়ার পর তার মৃত্যু হয়।
এর আগে, দুপুরে উপজেলার মঠখোলা বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন।
নিহত জালাল উদ্দিন স্বপন উপজেলার চর দেওকান্দি এলাকার মুন্সিবাড়ির ওয়াহিদুল ইসলামের ছেলে। তিনি মঠখোলা বাজারের টিন ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে মোটরসাইকেল করে মঠখোলা বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন জালাল উদ্দিন স্বপন। এসময় মোটরসাইকেলের সামনে এক নারী চলে এলে তিনি ব্রেক করে রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে উদ্ধার করে তাকে প্রথমে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়। এরপর রাত ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জালাল উদ্দিন স্বপনের ভাতিজা বায়জিদ মাহমুদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২৩৪৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
এসএইচ