ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

পদ্মায় ১৩ জেলের কারাদণ্ড, ৪০০ কেজি ইলিশ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
পদ্মায় ১৩ জেলের কারাদণ্ড, ৪০০ কেজি ইলিশ জব্দ

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মানদী তীরবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪০০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এছাড়া ইলিশ ক্রয় ও বিক্রয় করার দায়ে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে মুন্সিগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। উপজেলার বড় নওপাড়া, বেজগাঁও ও হলদিয়া গ্রামে এসব অভিযান পরিচালিত হয়।



লৌহজংয়ের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইদ্রিস তালুকদার জানান, সকাল থেকে রাত পর্যন্ত লৌহজং উপজেলার পদ্মানদী তীরবর্তী এলাকায় অভিযান চালানো হয়। এসময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রি এবং ক্রয় করার দায়ে এক নারী ও দুই প্রবাসীকে ১০দিন করে জেল দেওয়া হয়। এছাড়া ১০ জনকে ১৮ দিন করে জেল দেওয়া হয়েছে। এসময় ৪০০ কেজি ইলিশ জব্দ করে বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়েছে। অভিযানে মৎস্য অফিস, পুলিশ, কোস্টগার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।