ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

বিমানের প্রধান কার্যালয়ে মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
বিমানের প্রধান কার্যালয়ে মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকায় ‘মুক্তিযুদ্ধ কর্নার’র উদ্বোধন করা হয়েছে। গত ৭ অক্টোবর প্রধান কার্যালয়ের নিচতলায় এ কর্ণার উদ্বোধন করেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল মো.  ইনামুল বারী। রোববার (১৩ অক্টোবর) বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। 

মুক্তিযুদ্ধ বিষয়ক ‘মুক্তিযুদ্ধ কর্নার’ উদ্বোধনকালে বিমান চেয়ারম্যান এয়ার মার্শাল মো. ইনামুল বারী বলেন, অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের ন্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেও মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন করা হয়েছে। সবার জন্য উন্মুক্ত এ মুক্তিযুদ্ধ কর্নার থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক বই, সিডি ও অন্যান্য প্রকাশনাসামগ্রী দেয়া ও নেওয়ার ব্যবস্থা রয়েছে।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযুদ্ধ কর্নারে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের উপর দেশের বিভিন্ন বরেণ্য ও খ্যাতনামা লেখক-লেখিকার বইয়ের সংগ্রহ রয়েছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অবদান অপরিসীম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন পর্যায়ে মোট ২৮ জন কর্মকর্তা-কর্মচারী মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণ করেন। বিমান পরিবার এই মুক্তিকামী শহীদদের গর্বে গর্বিত। মুক্তিযুদ্ধ কর্নার বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে’ ৭১-এর চেতনায় উদ্বুদ্ধকরণ ও সঠিক ইতিহাস জানার একটি প্রয়াস।

অনুষ্ঠানে বিমান পরিচালনা পর্ষদের অন্যান্য পরিচালক ও ঊর্ধতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ০৫১৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
টিএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।