রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ঢামেক হাসপাতালে ভর্তি হয় রুবেল। চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে মারা যান তিনি।
নিহত রুবেলের বোন রুমা আক্তার জানায়, তারা শনিরআখড়া বর্ণমালা স্কুলের পাশে থাকেন। রুবেল কাপড়ের ব্যবসা ছিল। সন্ধ্যায় রুবেল ধনিয়া স্কুলের পাশে সনটেক এলাকায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল ধাক্কায় গুরুতর আহত হয়। পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
রুবেল চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পূর্ব আলোদিয়া গ্রামের আব্দুর রব খন্দকারের ছেলে।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
এজেডএস/এসএইচ