রোববার (১৪ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। অংকন জাকরাট্যাক গ্রামের পরিমল বিশ্বাসের ছেলে ও মাধবপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানায়, কুমার নদীতে লক্ষ্মী পূজার মেলা থেকে রাতে বাড়ি ফেরা পথে কুমার নদীতে নৌকাটি ডুবে যায়। এসময় নৌকা থাকা অন্যরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও নিখোঁজ হয় অংকন। পরে অনেক খোঁজাখুঁজির পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, নৌকা ডুবে স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
এসআরএস