রোববার (১৩ অক্টোবর) দিনগত রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, সম্প্রতি রাজধানীর গুলিস্তান ও সায়েন্সল্যাবে পুলিশের উপর বোমা হামলার ঘটনার সংশ্লিষ্টতায় নব্য জেএমবির দুই সদস্যকে আটক করা হয়েছে।
বেলা ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
পিএম/এএ ।