রোববার (১৩ অক্টোবর) দিনগত রাতে উপজেলার নফরকান্দি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক জলি একই এলাকার সাবেক ইউপি সদস্য খন্দকার হাসিবুল হকের স্ত্রী ও রাব্বি তাদের ছেলে বলে জানা গেছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দু’জনকে আটক করা হয়। তারা সম্পর্কে মা ও ছেলে। তাদের কাছ থেকে একটি পিস্তল ও ১শ’ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
আটক দু’জনের নামে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের করা হবে।
বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
এসআরএস