সোমবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি), সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেয় বাংলাদেশ মহিলা পরিষদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।
সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী ও সনাকের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট এনামুল হক চৌধুরী চাঁদ, সনাকের সভাপতি রওশন আরা চৌধুরী, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক প্রতীমা রায় চৌধুরী ও টিআইবির সমন্বয়ক সৌমেন দাসসহ অনেকে।
সমাবেশে বক্তারা ফাহাদ হত্যার দ্রুত বিচার করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
এফইএস/কেএসডি/এএটি