সোমবার (১৪ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আলাউদ্দিন সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাঁতী গ্রামের আহম্মেদ আলীর ছেলে।
সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশুতোষ চন্দ্র বাংলানিউজকে জানান, সকালে বাইসাইকেলে করে সবজি নিয়ে শহরে দিকে যাচ্ছিলেন আলাউদ্দিন। এসময় সিরাজগঞ্জ এমএ মতিন বাস টার্মিনালের পশ্চিম পাশে পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
এসআরএস