সোমবার (১৪ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। আবু বকর চালা গ্রামের বাসিন্দা।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে ওই পাম্পের কাছে রাস্তা পার হচ্ছিলেন আবু বকর। এসময় একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক ও তার সহকারী (হেলপার) পলাতক রয়েছেন।
বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
এসআরএস