সোমবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার নারায়ণপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল ওই গ্রামের মুদি দোকানদার আব্বাস আলীর ছেলে ও নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খুরশিদা বানু কণা বাংলানিউজকে জানান, সকালে নারায়ণপুর সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মাহেন্দ্রা সোহেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, পুলিশ মাহেন্দ্রাকে আটক করলেও এর চালক কৌশলে পালিয়ে গেছে। তবে, তাকে আটক করার চেষ্টা চলছে।
এ ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান দুর্গাপুর থানার ওই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
এসএস/এএটি