সোমবার (১৪ অক্টোবর) ডিবি উত্তর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. গোলাম সাকলায়েন তাদের আটকের বিষয়টি জানান।
এর আগে রোববার (১৩ অক্টোবর) দিনগত রাতে তাদের আটক করা হয়।
গোলাম সাকলায়েন জানান, আটকরা দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা এনে রাজধানীর ওয়ারী ও সূত্রাপুর থানা এলাকার মাদককারবারিদের কাছে সরবরাহ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিনগত রাতে ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
পিএম/আরবি/