ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

রৌমারীতে ৩২০০ পিস ইয়াবাসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
রৌমারীতে ৩২০০ পিস ইয়াবাসহ আটক ৪

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় তিন হাজার ২০০ পিস ইয়াবাসহ চার মাদককারবারিকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার (১৩ অক্টোবর) দিনগত রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ঝগড়াচর গ্রামের নজরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (২৫), একই গ্রামের হজরত আলীর ছেলে এনামুল হক (৩২), শৌলমারী ইউনিয়নের পুড়ারচর গ্রামের আজিজুল হকের ছেলে নুর আলম (৩৫) ও বড়াইকান্দি গ্রামের আব্দুল কাইয়ুম মেম্বারের ছেলে আলমগীর হোসেন (২৫)।

পুলিশ সূত্র জানায়, রোববার দিনগত রাতে উপজেলার শিবের ডাংগী এলাকায় রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী রিফাত পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় পুলিশ। এসময় ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ জাহাঙ্গীরকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই উপজেলার ঝগড়ারচর, পুড়ারচর ও বড়াইকান্দি গ্রামে অভিযান চালিয়ে আরও তিন মাদককারবারিকে আটক করা হয়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. দিলওয়ার হাসান ইনাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
এফইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।