রোববার (১৪ অক্টোবর) রাতে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলাটি দায়ের করেন। অভিযুক্ত বীর মোহন সরকার একই গ্রামের বিল্লধর সরকারের ছেলে।
মামলা ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকাল ৮টার দিকে ভুক্তভোগী ছাত্রী পার্শ্ববর্তী বীরমোহন সরকারের বাড়িতে পূজার জন্য ফুল কুড়াতে যায়। এসময় ওই ছাত্রীকে ঘরের ভেতর ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় বীরমোহন। এসময় ওই স্কুলছাত্রীর ডাক-চিৎকারের একপর্যায়ে বীরমোহনের হাত থেকে রক্ষা পায়। পরে বাড়িতে গিয়ে বিষয়টি তার মা-বাবাকে জানায়। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত বীরমোহন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. সগির হোসেন জানান, জবানবন্দি রেকর্ডের জন্য ওই ছাত্রীকে বরিশাল আদালতে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
এমএস/ওএইচ/