সোমবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রেলস্টেশনের আউটারের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস বাংলানিউজকে জানান, সকালে স্থানীয় লোকজন রেলওয়ে আউটারের পাশে এক ব্যক্তির শরীরবিহীন মাথা পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে রাতের কোনো এক সময় দুবৃর্ত্তরা ট্রেনের নিচে ফেলে হত্যা করে পালিয়ে যায়। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
এনটি