সোমবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ যশপুর এলাকায় বিজিবির এক অভিযানে এসব ওষুধ আটক করা হয়।
ফেনীর ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ফেনী ব্যাটালিয়নের একটি টহল দল সীমান্ত পিলার ২১৮৯/২-এস সংলগ্ন যশপুর এলাকায় অভিযান চালায়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা সে সময় পালিয়ে যায় বলে জানান নাহিদুজ্জামান। ৬৩ লাখ ৯২ হাজার ৪শ’ টাকা মূল্যের আটক এসব ট্যাবলেট জেলা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
এসএইচডি/এইচজে