ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে কাভার্ডভ্যানচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
গাজীপুরে কাভার্ডভ্যানচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া পেয়ারা বাগান এলাকায় কাভার্ডভ্যানচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন- বগুড়ার সোনাতলা থানার গুয়াকুয়া এলাকার মো. মিঠু মিয়ার ছেলে মো. সজিব হাসান (১৮) ও ময়মনসিংহের হালুয়াঘাট থানার বিল্লুরা পূর্বপাড়া এলাকার হিরা দেবনাথের ছেলে জয় দেবনাথ (১৯)। তারা গাজীপুর ভোগড়া এলাকায় বাসা ভাড়া থাকতেন।

 

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে ঢাকা পাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম খলিল বাংলানিউজকে জানান, মোটরসাইকেল করে সজিব হাসান ও জয়দেবনাথ নাওজোর থেকে ভোগড়া বাইপাস যাচ্ছিল। একপর্যায়ে তাদের মোটরসাইকেলটি ঢাকা-বাইপাস সড়কের ভোগড়া পেয়ার বাগান এলাকায় পৌঁছালে ওভারটেক করার সময় একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই সজিব হাসান ও জয় দেবনাথের মৃত্যু হয়।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় চালক ও হেলপারকে আটক এবং কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে বলেও জানান এসআই ইব্রাহিম খলিল।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯ 
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।