সোমবার (১৪ অক্টোবর) বগুড়া পৌরসভার প্রকৌশল শাখা সূত্রে জানা যায়, প্রতিটি ওয়ার্ডে তিন লাখ টাকা ব্যয়ে এ সব সিসিটিভি লাগানো হবে।
পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলরা জানান, শহরের ব্যস্ত, গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ হিসেবে অর্ধশতাধিক এলাকা চিহ্নিত করেছে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।
শহরের দক্ষিণে শহীদ টিটু মিলনায়তন মোড়, ইয়াকুবিয়া স্কুল মোড়, পিটিআই মোড়, খান্দার মোড়, সেউজগাড়ি মোড়, বকশিবাজার, জলেশ্বরীতলার কালীবাড়ি, ঠনঠনিয়া বাসস্ট্যান্ড, লতিফপুর কলোনি ও স্টেডিয়াম এলাকা।
বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, জেলা পুলিশের পক্ষ থেকে অনুরোধের কারণেই শহরজুড়ে সিসিটিভি ক্যামেরা লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, নাগরিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে পুলিশ সুপার (এসপি) যে প্রস্তাব দিয়েছেন সেটি আমাদের কাছে যৌক্তিক মনে হয়েছে। তাই এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। সিসিটিভিগুলো পৌরসভার নিজস্ব অর্থে কেনা হবে বলেও জানান পৌর মেয়র মাহবুবুর।
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
কেইউএ/আরআইএস/