সোমবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার কালাইয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। জানা গেছে, একই গ্রামের আবদুর রশিদ মোল্লার ছেলে মো. জাহিদুল ইসলাম মোল্লার (১৮) এর সঙ্গে ওই মাদ্রাসা ছাত্রীর বাল্য বিয়ের আয়োজন চলছিল।
স্থানীয়রা জানান, ওই দিন সকাল থেকেই চলছিল বিয়ের রান্নাবান্নাসহ সব আয়োজন শেষ। বর আসার জন্য কনে পক্ষ অপেক্ষা করছেন। এমন সময় বরের পরিবর্তে ওই বাড়িতে এসে হাজির হন থানা পুলিশ। থানা পুলিশ বিয়েতে বাধা দিলে বর ও কনে পক্ষ বিয়ে বন্ধ করে দেওয়ার অভিনয় করে চলে যান। পরে ওই দিন বিকেল ৪টার দিকে বিয়ে অনুষ্ঠিত হয়। এ খবর পেয়ে সেখানে গিয়ে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মো. আল মোজাহিদ।
স্থানীয় ইউপি সদস্য জামাল হোসেন বাংলানিউজকে জানান, সেদিন বিকেলে ওই বাড়িতে বিয়ে চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা গিয়ে বর ও কনে পক্ষকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মো. আল মোজাহিদ বাংলানিউজকে তথ্য নিশ্চিত করে জানান, বিয়ের অনুষ্ঠানের খবর শুনে সেখানে গিয়ে রব ও কনে পক্ষকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেই।
বাংলাদেশ সময়: ১৯৪৪, অক্টোবর ১৪, ২০১৯
এমএমইউ