সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আব্দুল্লাহ্ আল-মামুন বাংলানিউজকে এ ব্যাপারে নিশ্চিত করেন।
রেল কর্মকর্তা বলেন, এ ঘটনা তদন্তে সহকারী পরিবহন কর্মকর্তা আবদুস সোবহানকে প্রধান করে তিনি সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
সাময়িক বরাখাস্তরা হলেন- ঈশ্বরদী রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও পাবনা এক্সপ্রেস ট্রেনের চালক লোকোমাস্টার (এলএম) আসলাম উদ্দিন খান মিলন, শ্রমিক লীগের একই কমিটির যুগ্ম সম্পাদক ও ট্রেনের সহকারী লোকোমাস্টার (এএলএম) আহসান উদ্দিন আশা এবং ট্রেনের পরিচালক (গার্ড) আনোয়ার হোসেন-২।
গতকাল রোববার (১৩ অক্টোবর) সকালে বিধি বহির্ভূতভাবে মূল চালক ছাড়া কেবলমাত্র সহকারী চালকের তত্ত্বাবধানে ঈশ্বরদী থেকে রাজশাহীতে পাঠানো হয় যাত্রীবাহী পাবনা এক্সপ্রেস। ট্রেন পরিচলনার নিয়ম অনুসারে মূল লোকো মাস্টারকে অবশ্যই ট্রেনের লোকো ইঞ্জিনে থাকতে হবে। পরে ঘটনাটি জানাজানির হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
এসএস/এইচজে