শাহরিয়ার হোসেন শিহাব জামালপুর সদর থানা এলাকার বাসিন্দা মতিউর রহমানের ছেলে। তারা সপরিবারে কালিয়াকৈর এলাকায় বাসা ভাড়া থাকতো।
সোমবার (১৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার বরিয়াবহ এলাকায় ঘাটাখালী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস ও নিহতের পরিবার জানায়, রোববার (১৩ অক্টোরব) দুপুরে ঘাটাখালী নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে যায় শাহরিয়ার হোসেন শিহাব। গোসলের একপর্যায়ে বন্ধুদের সামনেই নদীতে ডুবে শিহাব নিখোঁজ হয়। এসময় বন্ধুদের চিৎকারে এলাকাবাসী ও পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পায়নি। সোমবার বিকেলে ওই নদী থেকে শিহাবের মরদেহ উদ্ধার করা হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কবীরুল আলম বাংলানিউজকে জানান, নিখোঁজের একদিন পর বরিয়াবহ এলাকা থেকে স্কুলছাত্র শাহরিয়ার হোসেন শিহাবের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
আরএস/ওএইচ/