সোমবার (১৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঘুমধুম ফাত্রাঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দু’জন হলেন মংচিং চা তঞ্চজ্ঞ্যা (৪৫) ও অংচাই তঞ্চজ্ঞ্যা (৫৫)।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা আবু জাফর সালেহ বাংলানিউজকে জানান, সোমবার বিকেলে দুই ইউপি সদস্য প্রার্থী আছমত আলী ও বাবুল কান্তি তঞ্চজ্ঞ্যার সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তখন বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ সময় উল্টো বিজিবির ওপর আক্রমণ করে উভয়পক্ষের লোকজন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আত্মরক্ষার্থে বাধ্য হয়ে এক পর্যায়ে গুলি ছোড়ে বিজিবি। এতে ঘটনাস্থলেই অংচাই তঞ্চজ্ঞ্যা মারা যান। গুরুতর আহতাবস্থায় মংচিং চা তঞ্চজ্ঞ্যাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তাকেও মৃত ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
এইচএ/