সোমবার (১৪ অক্টোবর) বিকেলে যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সনাক যশোরের সভাপতি প্রফেসর সুকুমার দাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- প্রবীণ শিক্ষক তারাপদ দাস, সনাক সদস্য প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আবরার ফাহাদের হত্যা স্বাধীন মতপ্রকাশের বিরুদ্ধে এক অশনি সংকেত। সামাজিক যোগাযোগ মাধ্যমে সামান্য মতপ্রকাশের কারণে সরকারি দলের ছাত্রসংগঠনের পরিচয়ধারী কিছু উচ্ছৃঙ্খল ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে।
অবিলম্বে আবরার ফাহাদ হত্যায় জড়িতদের বিচারের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
ইউজি/এবি/ওএইচ/