মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে জেলা শহরের ট্রাফির পয়েন্টে এ মানববন্ধন করা হয়। খেলাঘর সুনামগঞ্জ জেলা শাখা এর আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- খেলাঘর সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি বিজন সেন রায়, সাধারণ সম্পাদক এনাম আহমদ, রবিউল ইসলাম, সুজনের সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক সোরাজু আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, মধ্যযুগীয় বর্বর কায়দায় তুহিনকে হত্যা করা হয়েছে। নৃশংস এ হত্যাকাণ্ডে জড়িত সবাইকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
সোমবার (১৪ অক্টোবর) ভোরে দিরাইয়ের রাজনগর ইউনিয়নের খেজাউড়া গ্রামে গাছের সঙ্গে ঝোলানো অবস্থায় তুহিনের মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। তখন তার পুরো শরীর রক্তাক্ত, কান ও লিঙ্গ কাটা ছিল। এছাড়া পেটে দু’টি ছুরি বিদ্ধ ছিল। সে ছিল ওই গ্রামের আব্দুল বাছিরের ছেলে।
এ ঘটনায় আটক সাঁতজনকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। তারা হলেন- তুহিনের চাচা আব্দুল মছব্বির, জমশেদ মিয়া, নাসির মিয়া, জাকিরুল, তুহিনের বাবা আব্দুল বাছির, তুহিনের খাইরুননেছা ও চাচাতো বোন তানিয়া।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
এসআরএস