মঙ্গলবার (১৫ অক্টোবর) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।
প্রধানমন্ত্রী জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশ দিয়েছেন বলে জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন- চট্টগ্রামে মেট্রোরেলের (এমআরটি লাইন) প্রকল্পের ফিজিবিলিটি স্ট্যাডি (সম্ভাব্যতা যাচাই) শুরু করার জন্য। তার নির্দেশ অনুযায়ী আমি মন্ত্রণালয়ের সচিব ও মেট্রোরেলের সঙ্গে যারা জড়িত তাদের বলেছি অবিলম্বে ফিজিবিলিটি স্ট্যাডি শুরু করতে হবে, বন্দরনগরী চট্টগ্রামের জন্য এটা একটা নতুন খবর।

এমআরটি লাইন-৫ এ সাড়ে ১৬ কিলোমিটার আন্ডার গ্রাউন্ড রেল থাকবে। আর এমআরটি লাইন-১ এ সাড়ে ১৩ কিলোমিটার আন্ডার গ্রাউন্ড সুবিধা থাকবে। খুব শিগিগিরই আমরা এ দু’টির ফিজিক্যাল ওয়ার্ক শুরু করতে যাচ্ছি। টাকা বরাদ্দ ও অনুমোদন হয়ে গেছে, কাজে নির্মাণ কাজ শুরু করতে আর বেশি দেরি হবে না; আমরা এ ব্যাপারে প্রস্তুতি নিচ্ছি।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
এমআইএইচ/এএ